February, 2024

The Student Club Story ...

২১ শে ফেব্রুয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পৃথিবী থেকে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, এখনো যাচ্ছে ১৯৫২ সালে বাংলা ভাষাও বিদেশী আগ্রাসনে পরেছিল অন্যান্য ভাষার মতোই বিলুপ্ত হয়ে যেতে পারতো আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু বাংলা মায়ের সন্তানেরা তা মেনে নেয়নি বুকের তাজা রক্তের বিনিময়ে মায়ের ভাষার অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছে, ছিনিয়ে নিয়েছে রাস্ট্রীয় সম্মান গোটা বিশ্বে যা এক নজিরবিহীন ঘটনা ইউনেস্কো এই মহান ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ শে ফেব্রুয়ারিকে  ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবসহিসেবে স্বীকৃতি দেয় এখন পৃথিবীজুড়ে সকল ভাষাভাষিরা ২১ ফেব্রুয়ারিকে  ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবসহিসেবে উদযাপন করে যা বিশ্বের সকল বাংলা ভাষাভাষিদের জন্য, বিশেষ করে বাংলাদেশী বাঙালিদের জন্য অসামান্য গর্বের বিষয় 

AIUB GENERAL STUDENT CLUBS

AIUB STUDENT CLUBS WITH EXTERNAL AFFILIATION